মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুইটি তক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই কাউছার মাহমুদ তোরণসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার সদরের রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক রমিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তক্ষক চক্রের মূল হোতা পালিয়ে গেছে।তবে চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় থানায় প্রতারণা ও বন্য প্রাণী আইনে মামলা হয়েছে।
Posted ৮:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad