মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস থেকে তক্ষকসহ এক পাচারকারিকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বাসে অভিযান চালিয়ে তক্ষকসহ পাচারকারিকে আটক করা হয়।
জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ হামিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এ সময় ওই বাসের যাত্রী মোঃ বাচ্চু মিয়া (৫৫) এর ব্যাগ তল্লাশী করে (লাল-কালো-ধূসর) মিশ্র বর্ণের তক্ষক (সরীসৃপ জাতীয় প্রাণী) পাওয়া যায়। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আসামীর নিকটে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতরে প্রায় ১শ গ্রাম ওজনের একটি ১২ ইঞ্চি লম্বা তক্ষক উদ্ধার করা হয়। আসামী মোঃ বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ মানুষকে ঠকিয়ে তক্ষক সংগ্রহ করে কেনা-বেচা করে থাকে বলে স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad