মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সুতাং রেলস্টেশন ও ওলিপুর রেল গেইটের মধ্যবর্তী স্থানে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলের স্লিপার বহনকারী ট্রলি ভেঙে চুরমার হয়েছে। এতে বড় ধরণের দৃর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন ও যাত্রীরা। রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সুতাং রেলস্টেশন ও ওলিপুর রেল গেইটের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ওই স্থানে পৌঁছলে সেখানে থাকা স্লিপার বহনকারী একটি ট্রলির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রলিটি সম্পূর্ণ রূপে ভেঙে চুরমার হয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থলে ট্রেনটি প্রায় ১ ঘন্টা আটকা পড়ে ছিল।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলজংশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, সেখানে রেললাইনের স্লিপার মেরামতের কাজ চলছিল। সকাল বেলা স্লিপার নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে ট্রলিটি ছেড়ে যায়। এসময় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন স্লিপারসহ ট্রলিকে ধাক্কা দিলে কয়েকটি স্লিপার ও ট্রলি ভেঙে যায়।বড় ধরণের কোন দৃর্ঘটনা ঘটেনি।
Posted ১:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad