জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শায়েস্তাগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক জালাল উদ্দিন রুমির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মিহির পাল চৌধুরী, গৌর প্রসাদ রায়, প্রাণেশ দত্ত, এডভোকেট হুমায়ূন কবির সৈকত, ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া প্রমুখ।
এর পূর্বে সকাল ৯ টায় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি শোক র্যালী শায়েস্তাগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ গ্রীন ফেয়ার আইডিয়াল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
Posted ৫:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad