মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরায় দিনভর অভিযান চালিয়ে ৬টি চোরাই গরু উদ্ধার ও ২ চোরকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ব্রাক্ষণডুরা ইউপির বিশাউরা গ্রামে দিনব্যাপী এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি মেম্বার কামাল হাজারী ও ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়ার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই চোরসহ ৬টি গরু উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার শৈলজুড়া গ্রামের তওহিদ মিয়ার দু’টি গরু চুরি হয়েছিল। ওইদিন কেশবপুর বাজারের একটি নির্জন স্থানে আনোয়ার আলী নামে একজন একটি গরু বেঁধে রাখে এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ বিকেলে অভিযান চালিয়ে পূর্বে উদ্ধার করা ৬টি গরু ও দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
উদ্ধারকৃত ২টি গরুর মালিক পাওয়া যায়নি, তবে বাকি ৪টি গরুর মালিক পাওয়া গেছে। আটককৃত দুই চোর নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের নবীর হোসেনের ছেলে কবীর মিয়া (৩৫) ও বাখরপুর গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে রশিদ মিয়া (৫০)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।গরুর মালিকদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গরু ফেরত দেওয়া হবে।
Posted ৯:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad