মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রভাত মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মৃত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার সিরাজ মিয়ার পুত্র বেশকিছু দিন ধরেই তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার তার শশুরবাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর গ্রামে সে রাতের খাবার শেষ করে ঘুমোতে যায়। পরদিন অনেক বেলা হয়ে গেলে ও দরজা না খুললে তার শশুরবাড়ির লোকজন দরজা ভেংগে ঘরের ভিতরে তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে শায়েস্তাগঞ্জ থানার পুলিশকে দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বেশ কিছুদিন ধরে প্রভাত মিয়ার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিল না তার স্ত্রী ঢাকায় চাকরি করে। নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে।
Posted ৮:৩২ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad