বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে কোরবানীর পশুর হাট জমজমাট

মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ সংবাদদাতা:   শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯     272 ভিউ
শায়েস্তাগঞ্জে কোরবানীর পশুর হাট জমজমাট

ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সর্বত্র জমে উঠেছে কোরবাণীর পশুর হাট। উপজেলার সকল পশুর হাটগুলোতে প্রতিদিন মানুষের ভিড় বৃদ্ধি পাচ্ছে। পাইকারী গরু ব্যবসায়ীরা জানিয়েছেন এবার গরুর দাম অন্যান্য বছরের চেয়ে একটু কম। কোরবানী উপলক্ষ্যে বাজারগুলোতে এবার পশু সরবরাহ অনেক বেশী। তবে কোরবানীর পশুর মূল্য স্থিতিশীল রয়েছে বলে জানা যায়|
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন গরুর বাজার, নতুনব্রীজ বাজার, বাছিরগঞ্জ বাজারে বিভিন্ন আকারের প্রচুর গরু বিক্রির জন্য রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ গরু ছোট ও মাঝারী আকারের এবং বড় আকারের গরুগুলোর ক্রেতা বাজারে কম তাই আলাদা করে রাখা হয়েছে। ক্রেতা বিক্রেতার সহিত আলাপ করে জানা যায়, বাজারে এক থেকে দেড় লাখ টাকা মূল্যের গরু বিক্রি এখনো শুরু হয়নি। মাঝারী আকারের গরু ৬০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে।
ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম একটু বেশি। বাজারে বড় আকারের কিছু গরু বিক্রি হলেও অধিকাংশ বড় আকারের গরুগুলো অবিক্রিত রয়ে গেছে। পাইকারী গরুর বিক্রেতা এরশাদ আলী জানান, অন্যান্য বছরের চেয়ে এবার গরুর মূল্য অনেকটা স্থিতিশীল। তার দাবি অন্যান্য বছর ছোট সাইজের যে ষাড় গরু ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে, এবার সেই গরুটি ৭০ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তাসহ সকল কোন ধরণের নিরাপত্তা পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিক্রেতা নুরুল ইসলাম জানান, তিনি বিক্রির জন্য বাজারে যে গরু নিয়ে এসেছেন সেটি ৮০ হাজার টাকা দাম চাচ্ছেন তবে ৭৫ হাজার টাকা হলে বিক্রি করবেন। বাগুনীপাড়া গ্রামের গিয়াস উদ্দিন জানান, ২টি দেশী গরু লালন-পালন করে বড় করেছেন। এর মধ্যে বড় আকারের গরুটির দাম তিনি ১ লাখ টাকা চাচ্ছেন। তার এ গরুটি লালন-পালনে অনেক টাকা খরচ হয়েছে। একই গ্রামের আফজল আলী জানান, তার খামারে ৪টি বড় সাইজের গরু রয়েছে। তিনি ১টি গরুর দাম ২ লাখ টাকা চেয়েছেন।
কয়েকজন গরু ক্রেতা জানান, এবারও গরুর দাম একটু বেশি। বিক্রেতারা গরুর দাম না ছাড়ার কারণে অনেকেই গরু ক্রয় করতে পারছেন না। এছাড়া অনেক ক্রেতা ভারতীয় গরু আসার অপেক্ষায় রয়েছেন। তাদের দাবি ভারতীয় গরু আসলে দাম অনেকটা কমবে। তবে এখনও সেভাবে গরু ক্রয়-বিক্রয় হচ্ছে না বলে তিনি জানান। শায়েস্তাগঞ্জের প্রধান গরুর বাজারের ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের বেশ কয়েকটি টিম নিরলস কাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com