আলী হোসন. কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য এর নেতৃত্বে সোমবার দুপুর ১২ট থেকে সাড়ে ৩টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশকে নিয়ে গঠিত এই টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান চালিয়ে ১১হাজার ফুট পাইপসহ ২৭টি বোমামেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এছাড়া দুইটি কোয়ারীর বাঁধ কেটে সম্পূর্ণ পানিতে ডুবিয়ে দেয়া হয় এবং ৫ টি ট্রাক্টর এর চাকা ফুটো করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, অভিযান চালিয়ে ২৭টি মেশিনসহ প্রায় ৭০ লক্ষ টাকার সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, রোববার শাহ আরেফিন টিলায় হাসনু চৌধুরীর পাথর কোয়ারীতে গর্ত ধ্বসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad