ডেস্ক রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টার বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একাডেমিক কাউন্সিলিং-এর সদস্য অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যে সকল শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু ভাইবা, প্রজেক্ট কিংবা থিসিস জমাদানের জন্য স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি তাদের জন্য অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এক্ষেত্রে স্নাতকোত্তরে থিসিস শিক্ষার্থীরা তাদের থিসিস জমাদানের জন্য সাময়িক ভর্তি হতে পারবে।
এছাড়া জানুয়ারি-জুন সেমিস্টারে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা জুলাই-ডিসেম্বর সেমিস্টারে অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সহায়তা প্রদান করা হবে। গ্রামীন ফোনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি চুক্তি হয়েছে। তারা সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীদেরকে ইন্টারনেট সুবিধা দেবে।
Posted ২:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad