শাল্লা প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আগুয়াই গ্রামে পরিবারের সদস্যদের অত্যাচার সইতে না পেরে লিপা রানী দাস (২০) নামে এক গৃহবধূ সোমবার সকাল ১০ টায় নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় পুলিশ নিহত লিপার স্বামী রুবেল দাস (২২) কে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করেন।
এ বিষয়ে একেই ইউনিয়নের পুটকা গ্রামের লিপা দাসের পিতা তাপন কুমার দাস (৪৮) বাদী হয়ে বিবাদীর পরিবারের ৪ জনকে আসামী করে ৩১ ডিসেম্বর ২০১৯ ইং তারিখে একটি প্ররোচনা হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হল লিপার ননদী পাপিয়া রানী দাস(১৮) স্বাশুরী জয়লক্ষি রানী দাস (৪০) ও (৫৫) বছরের দাদা শ্বশুর ভুষন চন্দ্র দাস।
এনিয়ে অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি মামলার সত্যতা শিকার করে বলেন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছি লাশ উদ্ধার করি এবং প্ররোচনা লিপা হত্যা মামলার ১ নং আসামী লিপার স্বামী রুবেল দাস (২২) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি। মামলার অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য গত বৈশাখ মাসে লিপা ও রুবেল দাসের সামাজিক ভাবে বিয়ে হয়। এর পর থেকে পারিবারিক কলহের কারণে লিপা আত্মহত্যা করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।