পি সি দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কেন্দ্রীয় কালী মন্দিরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, আ’লীগের প্রচার সম্পাদক নওশের মনির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস, যুবলীগের ফেণি ভূষণ সরকার, ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সন্দীপন সরকার প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরীসহ উপজেলা আ’লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুরুতেই গীতাপাঠের মাধ্যমে শোকসভার সুচনা করা হয়। পরে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় ১মিমিট নীরবতা পালন করেন নেতারা।
Posted ১২:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad