পি সি দাশ, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মোট ৬৭ টি গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
পরে উপজেলা হল রুমে উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে শাল্লা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন মমতাময়ী জনদরদী দেশ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত চেষ্টায় বাংলার অজপাড়ার ন্যায় শাল্লার
ঘরে ঘরে ও বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে।
তিনি আরো বলেন আপনার প্রধানমন্ত্রীকে ভালবাসেন তিনি ও আপনাদের খোঁজ খবর নেন। তিনি শাল্লার সহ হাওর পাড়ের উন্নয়ন নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, অফিসার ইনচার্জ নাজমুল হক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষক সহ সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।