পি সি দাশ, শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ভাটীর উপজেলা শাল্লায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় প্রশাসন ৭ দিনের জন্য উপজেলা সদর সহ সকল বাজারে লকডাউন ঘোষনা করেন।
গত ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত এলাকাবাসী এই লকডাউন পালন করছে। সর্বশেষ ১৮ জুন আরো ৫ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ২৬ জন করোনায় আক্রান্ত হলো। আক্রান্তরা অধীকাংশই হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। রয়েছে প্রশাসনের লোকসহ গ্রামের লোকজন।
এনিয়ে আনন্দপুর বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষজন বুঝতে পরছেনা। প্রশাসন এ কারণে বাজারগুলোতে লকডাউন ঘোষনা করেছে। আমরা ও সেই সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন পালন করছি। তিনি বলেন এতে সবার মঙ্গলই হবে।
এনিয়ে শাল্লা হাসপাতালের ডাক্তার সাদী জানান শাল্লায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। যত বেশি নমুনা সংগ্রহ করা হবে আক্রান্তের সংখ্যা তত বেশি শনাক্ত হবে। তিনি বলেন এখন এলাকার অবস্থা ভয়াবহ । এসব বিষয় বিবেচনা করেই লকডাউন দেয়ার প্রয়োজন হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই সদর বাজার সহ উপজেলার সকল বাজারে লকডাউন ঘোষনা করা হয়। তিনি আরো বলেন সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য বার বার মাইকিং করা হলেও তা সঠিক পালন হয়নি ফলে এলাকায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে। এই জন্য শুধু ফার্মেসী ব্যতিত ৭ দিন সকল প্রকার দোকান লকডাউনের আওতায় থাকবে।