সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে, “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শান্তিগঞ্জ থানা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেনের সভাপতিত্বে, থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মোঃ আলা উদ্দীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, ডাঃ সোয়েব আহমদ জায়গীরদার, অবনী দাস,লায়েক মিয়া ।
সভায় উপস্থিত ছিলেন সমাজ সেবী হাসান মাহমুদ তারেক, অনীল দাস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য জামিউল ইসলাম তুরান, উপ পরিদর্শক বাবুল হাওলাদার, উপ পরিদর্শক পার্ডন, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম অমিত, থানার অফিসার বৃন্দ সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad