সুমন আহমেদ বিজয়, লাখাই: লাখাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই দোকান মালিক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার লাখাই উপজেলার লাখাই বাজারে এক ফার্মেসীতে লোক সমাগম থাকার কারণে ৫০০ টাকা ও মোড়াকরি বাজারে দোকান খোলা রাখার অপরাধে মালিক কে ৫০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার।
এসময় তিনি জনসাধারণের মাঝে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য অনুরোধ করেন। তিনি আর ও বলেন জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।