সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ লাখাই উপজেলার বুল্লা বাজারে বর্তমান মহামারী করোনা ভাইরাস, মাদক,বাল্যবিবাহ,জোয়া খেলা, গোষ্ঠিগত দাঙ্গা প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে পথ সভা করেছে লাখাই থানা পুলিশ।
লাখাই উপজেলার স্হানীয় বুল্লা বাজারে লাখাই থানা পুলিশ প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকাল ৬ ঘঠিকার সময় এ সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসআই শফিকুর রহমানের পরিচালনায় সচেতনতা মূলক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন,বুল্লা বাজার ব্যাবসায়ী কমিটির আহবায়ক বাদশা মিয়া,যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেম্বার,জাহারুল ইসলাম তাউছ ও সাংবাদিক মহসিন সাদেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিলাল আহমেদ,সাংবাদিক সুমন আহমেদ বিজয়, হাফিজুল ইসলাম, রফিক মেম্বার,বুল্লা বাজারের ইজারাদার ফারুক আহমেদ ও ফজলে রাব্বি প্রমুখ।
প্রধান অতিথি লাখাই থানার ওসি (তদন্ত)অজয় চন্দ্র দেব পারিবারিক, সহিংসতা, বাল্যবিবাহ, জোয়া খেলা ও গ্রাম্য গোষ্ঠীগত দাঙ্গা পরিত্যাগ করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান।
এসময় তিনি মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন কঠোর অবস্হানে রয়েছে বলে উল্লেখ করে বলেন এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় বাল্য বিবাহ, জোয়া খেলা বিস্তার রোধে সকলকে এগিয়ে আসার জন্য এবং পুলিশ প্রশাসনকে সঠিক তথ্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান।