সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ লাখাইয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক ও প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে ছাত্র ছাত্রীদের সাথে পুলিশের সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.৩০ ঘটিকার সময় লাখাই থানা পুলিশের উদ্যোগে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস, প্রযুক্তির অপব্যবহার ও দাঙ্গা প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্টিত হয়।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ও লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব। এসময় অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও অবিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তৃতায় রবিউল ইসলাম বলেন প্রত্যেকটি অন্যায় শুরু হয় মিথ্যাচার দিয়ে। আমাদের সমাজে সকল ধরনের অপরাধ রুখতে আমাদের সবাই কে সামাজিক ভাবে সচেতনতা গড়ে তুলতে হবে ও পারিবারিক ভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
আমাদের সমাজের সামাজিক ব্যাধি ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে হবে এবং সমাজ গঠনে ছাত্র/ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।