সুমন আহমেদ বিজয়, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : লাখাইয়ে ডাকাতি প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্র শস্ত্র সহ ৩ ডাকাত কে আটক করেছে লাখাই থানার পুলিশ।আটককৃতরা হল লাখাই উপজেলার বামৈ গ্রামের খেলু মিয়ার পুত্র আমিরুল ইসলাম ওরপে আমিনুল(৩৫), বামৈ গ্রামের ফজলুল হকের পুত্র মোশারফ হোসেন মোশাহিদ(৩৫) ও মোড়াকরি গ্রামের মৃত নূর মিয়ার পুত্র মোঃ সোহেল মিয়া(২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব ও সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মানপুর গামী রাস্তায় বামৈ ইউনিয়নের শহীদ নগর এলাকায় একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে কুখ্যাত ৩ ডাকাত কে গত ২২ ফেব্রুয়ারী রাত অনুমান ১০.৪৫ ঘটিকার সময় ধৃত করা হয়।
এ সময় তাদের নিকট হতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেব জানান যে আটককৃত ডাকাতদের বিরুদ্ধে লাখাই থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তাদের সহযোগীদের গ্রেফতারের জন্য লাখাই থানা পুলিশের অভিযান অব্যাহত আছে