সুমন আহমেদ বিজয়, লাখাই : করােনা পরিস্থিতি মােকাবেলায় জনসাধারনের দুভাের্গ কমানোর লক্ষ্যে লাখাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে খোলা বাজারে বিক্রি অব্যাহত রয়েছে টিসিবির পন্য।
বৃহস্পতিবার বুল্লা বাজারের বিকাল ৪ টার সময় সরকারী বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ডিলারের মাধ্যমে সুলভ মূল্যে পন্য বিক্রি কার্যক্রম শুরু করেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ।
টিসিবির ডিলার আমেনা ট্রেডাসের সত্বাধিকারী দেলােয়ার হােসেনের মান্না বলেন খােলাবাজারে সাশ্রয়ী মূল্য হওয়ায় ক্রেতাগন খুশি।
সরেজমিনে দেখা যায়, টিসিবির পন্যবাহী গাড়ীগুলো থেকে মাল নিতে লাইনে ক্রেতাদের উপস্থিতি ছিলাে চোখে পড়ার মতো।
সুশৃঙ্খলভাবে ক্রেতারা পন্য ক্রয় করতে পেরে তারা অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ বোরহান উদ্দিন, সাংবাদিক মহসিন সাদেক, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, সাংবাদিক সুমন আহমেদ বিজয়।