সুমন আহমেদ বিজয়, লাখাই থেকেঃ লাখাইয়ে সর্দি কাশি ও জ্বরের প্রকোপতা দেখা দিয়েছে। এতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ছে জ্বর সর্দি কাশিতে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে আকস্মিক সর্দি ও মারাত্মক জ্বরের ব্যাপকতা।আক্রান্তদের মধ্যে শিশু ,বৃদ্ধ সহ সকল বয়সীদের পরিলক্ষিত হচ্ছে।
স্থানীয় চিকিৎসকগন জানান, জ্বরের ব্যাপকতা সাধারনত সিজনাল ও আবহাওয়া জনিত তাছাড়াও অত্যাধিক গরমে ঘাম জনিত কারনেও হতে পারে। মারত্মক জ্বরে আক্রান্তদের সুতিকাপড় স্বাভাবিক ঠান্ডা পানিতে ভিজিয়ে সারা শরীর মুছে দিতে হবে, ডায়রিয়া বা পাতলা পায়খানার ক্ষেত্রে ঔষধ সেবনের পাশাপাশি খাবার স্যালাইন চালিয়ে যেতে হবে।
সেই সাথে মশা মুক্ত ও স্বাভাবিক আলাে বাতাস চলাচল করে এমন পরিচ্ছন্ন বসত ঘর নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার সহ সব ধরনের স্বাভাবিক খাবার চালিয়ে যেতে হবে। এ অবস্থা অপরিবর্তিত থাকলে রোগী কে দ্রুত হাসপাতালে ভর্তি করতে পরামর্শ দেওয়া হচ্ছে তবে অনেকেই প্রাথমিক চিকিৎসায় আরোগ্য হচ্ছে।
এব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কাজী আবদুল্লাহ কায়সারের সাথে আলাপ কালে তিনি বলেন, যেহেতু বৈশ্বিক মহামারি করোনার পার্দুভাব চলছে তাই এটাকে কোন ভাবেই অবহেলা করা যাবেনা তবে আতংকিত না হয়ে সতর্কতার সাথে চিকিৎসা নিতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এন্টিবাইটিক গ্রহন করা যাবেনা প্রয়ােজনে দ্রুত হাসপাতালে চিকিৎসা সেবা নিতে হবে এবং কোভিড-১৯ এর টেষ্ট করাতে হবে।