শ্রীমঙ্গল প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ হার বিবেচনায় বিভিন্ন এলাকাকে ‘রেড, ইয়েলো ও গ্রিনজোনে’ ভাগ করা হচ্ছে। সবচেয়ে বেশি সংক্রমিত অঞ্চলকে ‘রেডজোন’ আখ্যা দেওয়া হচ্ছে। শ্রীমঙ্গলের সংক্রমণ হার বিবেচনায় দেখা গেছে অধিকাংশ এলাকাই পড়েছে ‘ইয়েলো ও গ্রিনজোনে’। কিছু অংশ পড়েছে ‘রেডজোনে’।
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে- শ্রীমঙ্গল পৌরসভা এবং সদর ইউনিয়নের কিছু অংশ রেড জোনে পড়েছে। শ্রীমঙ্গলের কালীঘাট রোড, মিশন রোড, রুপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাইমপুর, ‘রেডজোনে’ পড়েছে। বাকি সব এলাকা ‘ইয়েলো এবং গ্রিনজোনে’ পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন- সংক্রমেণর হার বিশ্লেষণ করে মৌলভীবাজারের প্রত্যেক উপজেলা ও ইউনিয়নের ‘রেড, গ্রিন ও ইয়েলোজোনে’ ভাগ করা হয়েছে। সোমবার (১৫ জুন) মন্ত্রণালয়ে সেটা প্রেরণ করা হয়েছে। এটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো এলাকায় ১ লাখের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হলে ‘রেডজোন’। ৩ থেকে ৯.৯ শতাংশ আক্রান্ত হলে ‘ইয়েলোজোন’। আর ০ থেকে ২.৯ শতাংশ আক্রান্ত হলে ‘গ্রিনজোন’।
জানা যায়, ‘রেডজোন’ চিহ্নিত এলাকায় পুরো লকডাউন করে দেওয়া হবে। এ জোনের কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ এ জোনের ভেতরে যেতে পারবে না। এ জোনের দোকানপাট, বিপণিবিতান, সরকারি-বেসরকারি কার্যালয় সব বন্ধ থাকবে।
এ ব্যাপারে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন- সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জোন ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করবো।
Posted ১০:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad