স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে মদ খেয়ে মাতলামি করে জনসাধারনের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২যুবকের বিরুদ্ধে বানিয়াচং থানা পুলিশ মামলা দায়ের করেছে।
বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার দত্তপাড়া পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের পাশ থেকে ২ যুবককে মাতাল অবস্থায় এলাকাবাসী আটক করে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তোপখানা গ্রামের কবির হোসেনের পুত্র আলআমিন(৩০) ও দত্তপাড়া গ্রামের আলতাব হোসেনের পুত্র আফজাল হোসেন (২৪) কে মদ্যপ অবস্থায় আটক করে বানিয়াচং থানায় নিয়ে যায়। পরবর্তীতে ওই দুজনকে ডাক্তারী পরীক্ষায় মাতাল হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে বানিয়াচং থানার এএসআই আ.ফ.ম ফিরোজ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে অভিযুক্তদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে। বানিয়াচং থানা ইনচার্জ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে অভিযুক্ত ওই ২ যুবককে আটক করা হয়। পরবর্তীতে ডাক্তারী পরীক্ষায় নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে
Posted ১২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad