মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ৬০০ জন শীতার্ত অসহায় মানুষ ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যের ওলি’স ফাউন্ডেশনের সহায়তায় ও মরহুম আলহাজ্জ্ব আইয়ুব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার শিক্ষক কল্যাণ ভবনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
মরহুম আলহাজ্জ্ব আইয়ুব আলী খান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য নাজমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি কয়েছ আহমদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান লেবু, রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজওয়ানুল হক পিপুল, সাবেক ছাত্রনেতা রুহেল খান, রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন প্রমুখ।
Posted ২:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad