মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ২০১৯-২০ অর্থবছরের নতুন ১৩৮১ জন বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এই বই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে।
মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাতৃত্বকালীন ভাতা প্রদান ও আইজিএ প্রশিক্ষণের আওতায় ৫০ জন সেলাই ও বিউটিফিকেশন প্রশিক্ষণ সম্পন্নকারীকে ৬ হাজার টাকা করে চেক এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
বুধবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ভাতার বই, মাতৃত্বকালীন ভাতা, চেক ও সার্টিফিকেট প্রদান করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, রাজনগর থানার ওসি আবুল হাসিম, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, নকুল চন্দ্র দাশ, সালেক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি প্রমুখ।
Posted ৯:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad