রাজনগরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা
মো. ফরহাদ হোসেন, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি সংসদের আয়োজনে ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় শনিবার বিকেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতারের শিল্পীরা।
Posted ১০:১১ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad