কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কমিউনিটি বেসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প, মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর আওতায় করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন চাষির মাঝে মাছের খাবার ও পরিবহন খরচ বাবদ নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামার, শান্তিগঞ্জ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে, উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর FAO
ড: আবুল হাছানাত। বিশেষ অতিথি ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাসিব খান,জেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, শান্তিগঞ্জ মৎস্য হ্যাচারী অফিসার অশোক কুমার দাস, ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট, FAO উম্মে কুলসুম, ক্ষেত্র সহকারী রাসেদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য যে, প্রতিজনকে ১শত কেজী মাছের খাবার, পরিবহন খরচ বাবদ নগদ ১হাজার টাকা করে প্রদান করা হয়।