কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সেবা নিতে মানুষ প্রশাসনের বিভিন্ন দপ্তরে যায়। ভূমি অফিস হচ্ছে সরকারের খুবই প্রয়োজনীয় একটি সেবা শাখা। এখানে মানুষ হরহামেশাই সেবা নিতে আসেন। সেবা নিতে আসা মানুষদের সাথে সেবাদাতাগণ অবশ্যই ভালো ব্যবহার করবেন। সেবা দিতে কোনো কার্পণ্য করলে সেটা মোটেও সহ্য করা হবে না। সরকার মানুষকে সেবা দিতে বদ্ধপরিকর। সুতরাং আমাদের কারো সাধ্য নেই মানুষকে তার পাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। মনে রাখতে হবে, যারা সেবা দিতে সরকারি টেবিলগুলোতে বসেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী। হাওর রক্ষা বাঁধ সম্পর্কে মন্ত্রী বলেন, আমি হাওরের মানুষ। হাওরের সাথে মিশে থাকতে পছন্দ করি। নিজেকে হাওরবাসী পরিচয় দিতে খুব গর্ব বোধ করি৷ হাওরে বাঁধের কাজ চলছে৷ বিষয়টি আমরা নজর রাখছি। ফাল্গুন মাসের ভিতরেই বাঁধ নির্মাণ ও সংস্কার করতে হবে। সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সকলেই সরকারকে সহযোগীতা করতে হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনের মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা হয় তো স্বাধীনতা পেতাম না। আমরা আমাদের অধিকার আদায়ে সোচ্চার হতাম না। গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করি আমরা।
শনিবার সকাল ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও সকাল সাড়ে ১১টায় পাথারিয়া ইউনিয়নের ভূমি অফিসের ভবন উদ্বোধনে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রৌকশলী মোঃ মাহবুবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মাস্টার আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাও. আবদুল কাইযুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা কৃষকলীগের আহবয়ক ফয়জুর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পুর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, তফসিলদার কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহীন মিয়া, উপজেলা যুবলীগ নেতা আফরোজ মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নাঈম আহমদ, এইচ আর হাবীব প্রমুখ।