মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা বেড়ানো শেষে শ্রীমঙ্গল থেকে নারায়নগঞ্জ যাচ্ছিলেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নোয়াপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের কররা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তথ্যে জানা যায়, নিহত জান্নাত আক্তার (২৫) ও ইমন আহমেদ (২৬) নারায়নগঞ্জ সদরের লাল মিয়াচর গ্রামের বাসিন্দা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শ্রীমঙ্গল থেকে নারায়নগঞ্জগামী মোটর সাইকেলকে অজ্ঞাত গাড়ি পিছন দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, শ্রীমঙ্গল থেকে মোটর সাইকেলযোগে তারা নারায়নগঞ্জে ফিরছিলেন। পলাতক গাড়ি খুঁজে বের করার চেষ্টা চলছে।
Posted ১:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad