কাজী মাহমুদুল হক সুজন: সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম) বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের তৎপরতায় মাদক ব্যবসায়ী এলাকা ছাড়তে বাধ্য হবে। যে কেউ এদের আশ্রয় প্রশ্রয় দিলে তাদেরও ছাড় দিবেনা পুলিশ। পুলিশের তৎপরতায় মাদক সংশিষ্টসহ চোর, ডাকাতের মত অপরাধীরা এলাকায় থাকতে পারবে না। তিনি শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (হরষপুর)পুলিশ ফাঁড়ি অস্থায়ী ভবন ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম, মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল হোসেন, ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া, ইন্সপেক্টর তদন্ত দস্তগীর আহমেদ, ইন্সপেক্টর গোলাম মোস্তফা, জমির দাতা মরহুম তৌফিকুল আলম চৌধুরীর সহধর্মিণী জাহানারা চৌধুরী শিরিন, তার ছেলে সাকিবুল আলম চৌধুরী, ইকবাল চৌধুরীসহ এলাকার সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।