মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : ভারতীয় নাগরিকদের নির্যাতনে বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন (৩২) নিহত হয়েছেন । গরুচোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়।
গত ২৪ মে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মোহনপুর এলাকায় তার ফুফুর বাড়ি যাওয়ার সময় ভারতের ত্রিপুরা রাজ্যের গোপালনগরে এক দল ভারতীয় নাগরিক লোকমান হোসেনকে পিটিয়ে হত্যা করে। নিহত লোকমান মিয়া মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে । মৃত ভেবে ভারতীয়রা লোকমানকে বাংলাদেশ সীমান্তের অদূরে একটি জঙ্গলে ফেলে রাখে। খবর পেয়ে পশ্চিম ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়।
লোকমানের লাশ হস্তান্তর করতে বুধবার বিকেলে বিজিবি- বিএসএফ এর পতাকা বৈঠক হয় ১৯৯৪ /৪ এস পিলারে নিকট বাংলাদেশের মোহনপুর নামকস্থানে।
ভারতের পক্ষে বিএসএফ এর ১২০ ব্যাটালিয়নের মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন।
ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর করার কথা। তবে ভারতীয় পুলিশ মৃত্যুর কারন উল্লেখ না করে লাশ হস্তান্তর করতে চায়। এতে বাংলাদেশের বিজিবি ও পুলিশের প্রতিনিধিরা অস্বীকৃতি জানালে হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়নি।
Posted ৮:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad