ছবি- সিলেটের জনপদ
সৈয়দ সায়েদুল হক সুমনের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ এমএ হক চত্বরে মানববন্ধন ও পথসভা হয়েছে। সাংবাদিক আল মামুনের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ইউপি সদস্য আজিজুর রহমান, মারুফ আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবর হোসেইন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ব্যারিস্টার সুমন দেশের শিক্ষা, যোগাযোগ, ক্রীড়া উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা ও অসঙ্গতি দূরীকরণে উচ্চ আদালতসহ দেশবাসীর বিশেষ করে তরুণ সমাজের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েচেন। একটি কুচক্রীমহল সুমনের মেধা,সাহস ও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। বক্তারা অবিলম্ভে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad