স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস/২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়।
শনিবার(০৭নম্ভেবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
দিশারী সমবায় সমিতির সভাপতি জামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহানগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, জাতীয় পার্টি উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, সমবায় মোঃ লোকমান হোসেন।
অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সমবায় নেতৃবৃন্দ সহ সর্বস্থরের লোকজন অংশ গ্রহন করেন।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad