স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পনতীর্থ) পরিচলনায় কমিটির উপজেলা শাখা আনুষ্টানিক সম্মেলনের মধ্যে দিয়ে কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার(১লা জানুয়ারী) ুবিকালে উপজেলার পলাশ মাঝাইর কালি মন্দির প্রাঙ্গনে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অদ্বৈত জন্মধাম পরিচলনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বরেণ্য অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
অবঃ শিক্ষক বিধু ভূষন দাশের সভাপতিত্বে ও শিক্ষক গনঙ্গেশ দেবনাথের সঞ্চলানায় আরো বক্তব্য রাখেন অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি সহ-সভাপতি অনিমেশ পাল, দীলিপ কুমার বর্মন, সাধারন সম্পাদক অদ্বৈত রায়, যগ্ম সাধারন সম্পাদক রঞ্জন তালুকদার, প্রসুন কান্তি দাশ, জগদীশ চন্দ্র চৌধুরী, প্রচার সম্পাদক স্বপন কুমার বর্মন এবং রাকেশ হাজং, চিত্তরঞ্জন গোস্বামী ছানা, কেবল চন্দ্র বিশ্বাস, মন মোহন দাশ, মনোলাল রায়, প্রনেশ চন্দ্র দাশ, বিলটু দেবনাথ প্রমুখ।
আলোচনা সভার পর জগদীশ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও গঙ্গেশ দেবনাথকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য উপজেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রী শ্রী অদ্বৈত বক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad