স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ কতৃক বাস্তবায়নে, উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান শিক্ষক অঞ্জন কুমার দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষ অতিথি বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদের প্রিন্সিপাল অফিসার মোঃ সেলিম খান,পানি বিশুদ্ধকরণ পদ্দতি, বাশঁকে দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্তর ব্যবহার, উন্নত চুলা ও বায়ু গ্যাস ব্যবহারের বিভিন্ন পদ্ধতি ও নিয়মাবলীর উপর বক্তব্য রাখেন, সাইন্টিফিক অফিসার মাহফুজ হাসান, সাদিকুল আজম, ও গোলাম মোস্তফা।
এছাড়াও আরো বক্তব্য রাখেন,ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন প্রমুখ্য।সেমিনার শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ১২টি উপকরণ স্টল পরিদর্শন করেন সকল অথিতিবৃন্দ।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad