স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় মাদক, চোরাচালান, অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পরিবহন সহ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আলোচনা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
এছাড়াও উপস্তিত ছিলেন, সকল ইউনিয়নের চেয়ারম্যান গণ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা গন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন, সকল ইউনিয়নের কাজী সাহেব গন, প্রেসক্লাব সভাপতি, সম্পাদক, এনজিও কর্মী গন। সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ক, নারী ও শিশু নির্যাতন, উপজেলার সর্বত্র বালু পাথর উত্তোলন,ও পরিবহন নিষিদ্ধ করণ সহ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে করোনায় আক্রান্ত বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad