বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর দিন ব্যাপী এক প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্টিত হয়। শনিবার (৫জুন) সকাল থেকে উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত কৃষক ও খামারীরা তাদের গরু, ছাগল, মহিষ, ঘোরা, পুশু পাখি নিয়ে প্রদর্শনীতে অংশ গ্রহন করেন। প্রায় অর্ধশত খামারীদের স্টল বসে।
পুষ্টি, মেধা দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ প্রদিপাদ্যকে সামনে রেখে উদ্ভোধনী অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আশিকুজ্জামানের সার্বিক তত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোঃ রুবেল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ স্বজল মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জদ আলী খান, পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা জাতীয় পাটির আহবায়ক আঃ রহমান, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুল কাদির, উপজেলা যুবলীগ সাধারস সম্পাদক আলহাজ সোহেল আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, খামারীদের পক্ষে মোঃ জমশেদ আলী।
বিকালে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়। প্রদর্শনীতে কৃষক কৃষানী, খামারী সহ সর্বস্থরের শত শত লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad