স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে বাপাউবোর বোর ফসল রক্ষা বাঁধের সকল পিআইসিদেরকে নিয়ে উপজেলা কমিটির এক গুরুত্বপূর্ণ জরুরী সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে পিআইসিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিটির সভাপতি সমীর বিশ্বাস।
উপজেলা কমিটির সদস্য সচিব ও বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো: মুনসুর রহমান বাঁধগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন। সভায় আরো গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম থানার এসআই মো: আইনুল হক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং উপজেলা কমিটির অন্যান্য সদস্য ও ২৬টি পিআইসির সভাপতি ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বস বলেন যে, বৃহৎ করচার হাওরসহ বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়েছে এমতাবস্থায় আবহাওয়াও খারাপ রয়েছে। তাই প্রতিটি পিআইসিতে জরুরীভিত্তিতে পাহাড়াদার নিয়োগ করতে হবে। এ ব্যাপারে উপস্থিত সবাই একমত পোষণ করে আজ থেকেই প্রতিটি বাঁধের জন্য পাহাড়াদারের ব্যবস্থা করা হয়েছে এবং সার্বক্ষনিক বাঁধ সুরক্ষার জন্য পিআইসি কমিটির সংশ্লিষ্টসহ সকলকে নজরদারি জোড়দার করার আহবান জানানো হয়।
Posted ৮:০২ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad