স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে নারী সাংবাদিক সহ তৃনমূল শিশু সাংবাদিক দলের ২দিন ব্যাপি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন পিএসএপি-এসএফএস-পিএমটিএআর প্রকল্পের আয়োজনে ও একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় তৃনমুল সাংবাদিক দলের দুদিন ব্যাপি প্রশিক্ষন গত শুক্রবার ও শনিবার (৬ ও ৭) নভেম্বর ২০২০ তারিখে ভার্ড প্রকল্প অফিসে অনুষ্টিত হয়েছে।
উক্ত প্রশিক্ষনে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নে বিভিন্ন গ্রামের ১৭জন শিশু অংশগ্রহন করেছেন। উক্ত প্রশিক্ষনে শিশু সাংবাদিকতা বিষয়ে এবং হাতেকলমে সংবাদ লেখার ধারনা প্রদান করা হয়েছে। প্রশিক্ষক হিসাবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হক।
প্রশিক্ষনে সেসন পরিচালনা করেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ ও ভার্ড প্রকল্প ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন লস্কর। প্রশিক্ষন শেষে হাওর পাড়ে প্রতিবেদন তৈরি করে স্থানীয় প্রেসক্লাবে সমাপনী অনুষ্টান করা হয়।
Posted ২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad