স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের এক অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের শরীফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: চৌধুরী জালালুদ্দিন মুরশেদ। এছাড়া বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ তৈয়ব আলী অনলাইনে বিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
উন্মুক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে, এনজিও প্রতিনিধি, নজমুল হাসান, ধর্মীয় নেতা, ক্বারী গিয়াস উদ্দিন প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণ করেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ এনজিওকর্মী, ধর্মীয় নেতা, সমবায়ী, সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
সভায় করোনা রোগ প্রতিরোধে সচেতনতা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, ডেঙ্গু জ্বর, মাদক দ্রব্য প্রতিরোধ বিষয়ক, শিশু ও নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বিষয়ক বাল্য বিবাহ প্রতিরোধ সহ, বিভিন্ন কর্মসূচির উপর বক্তব্য প্রদান করা হয়।
Posted ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad