স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে এলজিইডির উদ্দ্যেগে “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক সংস্কার কাজ উদ্ভোধন করা হয়।
বুধবার(২১অক্টোবর) দুপুরে উপজেলা এলজিইডির আয়োজনে পলাশ-চিনাকান্দি সড়ক সংস্কার কাজের উদ্ভোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি বিরোধী দলীয় হুইপ এড. পীর ফজলুর রহমান মিসবাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট বিভাগ) মোহাম্মদ নজরুল ইসলাম, সুনামগঞ্জ এলজিইডি নির্র্বাহী প্রকৌশলী মাহবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জত খান, উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নেতৃ বৃন্দ সহ সর্বস্থরের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি পীর মিসবাহ বলেন এ বছর ৪র্থ দফা বন্যায় আমার নির্বাচনী এলাকায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এ গুলো সংস্কার করার জন্য আমরা উদ্দ্যেগ নিয়েছি।
এ অবস্থায় সড়ক সংস্কারের মোবাইল মেন্টেনেইজ হাতে নেয়া আছে। অক্টোবর মাস হচ্ছে সড়ক রক্ষনা বেক্ষন ও সংস্কারের মাস। তিনি বলেন বিশ্বম্ভরপুর থেকে মিয়ারচর সড়ক নির্মানের জন্য ১ কোটি ৪৪ লক্ষ টাকা এবং পলাশ সড়কের জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অতিসত্তর কাজ শুরু হবে। তা ছাড়া তিনি বলেন যাদু কাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরেফিন-শ্রী শ্রী অদ্বৈত ব্রীজ নির্মাণ হলে এ অঞ্চলে যুগান্তকারী উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্য ও পর্যটন কেন্দ্রে পরিনত হবে। তিনি বলেন উক্ত ব্রীজ থেকে সুনামগঞ্জের সাথে কোন দিকে সহজ ভাবে সড়ক হলে ভালো হবে এ ব্যাপারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সরজমিন পরিদর্শন করে সড়ক নির্মানের সিদ্ধান্ত নিবেন। সড়ক কাজ উদ্ভোধনের সময় শত শত লোকজন উপস্থিত ছিলেন এবং জনমনে সড়ক কাজ সংস্কার হবে বলে আশার আলো ফুটে উঠেছে।
Posted ১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad