স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এপ্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
রবিবার (০৮ মার্চ) সকালে দিবসের তাৎপর্যের উপর সর্বস্তরের লোক জনের অংশ গ্রহণে এক বার্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভার্ড এর ম্যানেজার মুসলেহ উদ্দিন লস্করের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম, মহিলা বিষয়ক অফিসের সিআরএফ শাহ সৈয়দ উল হাসান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা বিআরডিএস সংগঠনের সভাপতি জান্নাত মরিয়ম, এসো কাজ করি সংগঠনের সভাপতি জাহানারা বেগম প্রমূখ।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad