কে,এ,রাহাত, গোয়াইনঘাট, সিলেট: সিলেটের বেশকটি পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম পাথরের অরণ্য বিছনাকান্দি। সেটি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত।
নদী, ঝর্ণা আর পাথরের এক সম্মিলিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বিছনাকান্দিকে যোগাযোগ ব্যবস্থা ও দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণসহ র্সাবিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিছনাকান্দি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল পর্যটনকেন্দ্র বিছনাকান্দির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।