হবিগঞ্জের বাহুবলের ইজ্জতপুর গ্রাম থেকে গাঁজাসেবীকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।আটককৃত হল ইজ্জতনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র আইয়ুব আলী (৬৫)।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাজাসেবীকে ইজ্জতনগর গ্রাম থেকে আটক করেন সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেল রিসিল।
পরে আইয়ুব আলীকে মোবাইল কোর্টের মাধ্যমে গাঁজা সেবন, ব্যবহার ও প্রয়োগ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিসিল।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ-এর পরিদর্শক সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।