কাজী মাহমুদুল হক সুজন: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দ্বিগাম্বর বাজারে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান চালিয়ে একটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, পণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় আল ইসলাম বেকারীকে ৩৫ হাজার ও তাদের দুই কর্মচারীকে ৫ হাজার টাকা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বাহুবল উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) স্নিগ্ধা তালুকদার বলেন, আজ শুধু সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।।