ছবি- সিলেটের জনপদ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পাহাড়ি এলাকা ফয়জাবাদ হিলসে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমিটি অযন্তে আর অবহেলায় পড়ে আছে।
২০০৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের উদ্যোগে এ বধ্যভূমিটি নির্মিত হলেও জাতীয় ২/৩ টি অনুষ্ঠান ছাড়া অন্য কোন কাজে আসছেনা। অথচ এটি হতে পারতো পর্যটকদের আকর্ষনীয় স্থান।
সরেজমিন গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে ঝোপঝাড়ে ছেয়ে গেছে পুরো স্মৃতি সৌদ্ধ এলাকা। রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ভেঙ্গে পড়ছে স্মৃতি স্তম্ভে লাগানো ট্রাইলস। উপরে উঠার সিঁড়িতে রেলিং না থাকায় বয়স্ক মুক্তিযোদ্ধাসহ স্মৃতিসৌদ্ধ দেখতে আসা অনেকেই উপরে উঠতে ভয় পান। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানটি রক্ষনাবেক্ষনের অভাবে দিনেদিনে এর স্থাপনাগুলি ধ্বংস হতে চলছে। এতে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক এ ধরনের নিউজকে স্বাগত জানিয়ে জানান, বধ্যভূমিটিকে আকর্ষনিয় ও পর্যটক মূখর করতে তিনি উদ্যোগ গ্রহন করে আলাদা বাজেটও রেখেছেন। রেলিং,সংস্কারসহ বিদ্যুৎতের ব্যবস্থাও করবেন।
Posted ৩:২১ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad