মখলিছ মিয়া, বানিয়াচংয়: হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান যৌথভাবে বানিয়াচং সদরের বড়বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এসময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক বিক্রির অভিযোগে ব্যবসায়ী মোশারফ হোসেন কে ২ হাজার, সুভাষ দত্ত কে ১ হাজার, রহমানিয়া এন্টার প্রাইজ ১ হাজার ও রাকিব মিয়াকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় ইউএনও মামুন খন্দাকর বলেন, যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট এর মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে মাস্ক কিংবা হ্যান্ড ওয়াশ জাতীয় পণ্য বিক্রি করেন, এধরনের প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Posted ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad