মখলিছ মিয়া ।। হবিগঞ্জে বানিয়াচঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী পরিবারের গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ করা হয়েছে। ৩ আগষ্ট সোমবার বানিয়াচং সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও হাওড় পাড়ের বাড়ীতে গিয়ে নিজ হাতে গো- খাদ্য (খৈল,ভূসি,কুঁড়া) গবাদি পশুর মালিকদের হাতে তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। গো-খাদ্য বিতরণকালে নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বানিয়াচংয়ের অধিকাংশ গ্রামগুলি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় মানুষগুলি তাদের গবাদিপশুর খাদ্য সংকটে রয়েছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদি পশুর গো-খাদ্য ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছি। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে পর্য্যায়ক্রমে বানিয়াচঙ্গের ১৫টি ইউনিয়নের প্রায় ৫শতাধিক গবাদি পশুর মালিককে গো-খাদ্য দেয়া হবে। আমরা চাই মানুষের পাশাপাশি আমাদের গবাদিপশু গুলোও যেন খাদ্য সংকটে না পড়ে, এজন্য মানুষের খাদ্য সহায়তার সাথে গবাদি পশুর প্রতিও বিশেষ নজর দেয়া হয়েছে।
গো-খাদ্য বিতরণের পাশপাশি অধিকাংশ অসহায় হতদরিদ্র পরিবারের পুষ্টি চাহিদা পূরনের জন্য শিশু খাদ্য হিসেবে প্রায় ২০টি পরিবারের সদস্যদের হাতে গুড়ু দুধ তুলেদেন ইউএনও মাসুদ রানা।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad