মখলিছ মিয়া,বানিয়াচং : ‘দুর্যোগ ঝুকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এই শ্লোগানে বানিয়াচঙ্গে বর্নাঢ্য আয়োজন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, দূর্যোগের মহড়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সকাল ১০ টায় বর্নাঢ্য একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে এসে শেষ হয়। সকাল ১১ টায় বানিয়াচং ফায়ার সার্ভিসের সদস্যদের অংশ গ্রহনে দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ক মোহড়া অনুষ্ঠিত হয়। দুপরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, হাবিবুর রহমান, বানিয়াচঙ্গে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad