শনিবার ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বানিয়াচঙ্গে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ওসি’র তৎপরতায় মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

শুক্রবার, ২৯ মে ২০২০     119 ভিউ
বানিয়াচঙ্গে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ওসি’র তৎপরতায় মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং : বানিয়াচঙ্গে স্কুল পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরর ২ ঘন্টার মধ্যে ওসি’র তৎপরতায় আসামীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে যায়, গত ২৪ মে ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামের এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সজলু মিয়ার ছেলে সহিবুর। সহিবুর তারাসই গ্রামে নানার বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি আপোষের জন্য আসামী সহিবুর এর অভিভাবকগণ শরণাপন্ন হয় স্থানীয় মাতব্বরদের কাছে। মাতব্বরদের মধ্যস্থতায় ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করা হয়। টাকাগুলো ওই কিশোরীর পরিবারকে না দিয়ে স্থানীয় ক’জন মাতব্বর নিজেদের পকেটস্থ করে ফেলেন।

অবশেষে নিরুপায় হয়ে কিশোর মা বাদী হয়ে বানিয়াচং থানায় গত ২৭ মে নারী শিশু নির্যাতন দমন আইনে সহিবুর রহমানকে আসামীকে করে মামলা দায়ের করেন। (মামলানং ২১,তারিখ-২৭.৫.২০) এদিকে মামলা দায়ের এর পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর নির্দেশে ২ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী সহিবুরকে ২৮ মে আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি স্পর্শকাতর বিধায় আমরা ঘটনাটি জানার পরপরই এ বিষয়ে মামলা নেই এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এ বিষয়ে সব কিছু খতিয়ে দেখতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিমুল রায় কে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com