মখলিছ মিয়া, বানিয়াচং প্রতিনিধি:
‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, মানববন্ধন,গণস্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপূল ভূষন রায়’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মামুন খন্দকার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে, কোন একটি কাজ করার আগে আমরা যদি সেই কাজ কে নিজের দাযিত্ববোধ মনে করি, তবে কোন কাজ এর ক্ষেত্রেই কাউকে ঘুষ দিতে হবে না। তিনি আরো বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে। আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে খোলা মাঠে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার গণস্বাক্ষরকর্মসুচীর উদ্বোধন করেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad